বছর দুই আগে পশ্চিমবাংলার পল্লবী দে, বিদিশা দে, মঞ্জুষা নিয়োগীর মৃত্যু নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। আবারও টলিউডে অস্বাভাবিক মৃত্যু ঘটল এক উঠতি অভিনেত্রীর। মাত্র ২১ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা কারণেই তিনি আত্মহননের পথ বেছে নেন। কলকাতার হরিদেবপুর থানার অন্তর্গত এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা গেছে মৃত অভিনেত্রীর নাম সুস্মিতা দাস। তিনি একাধিক সিরিয়ালেও কাজ করেছেন।
হলদিয়ার বাসিন্দা হলেও বর্তমানে কাজের জন্য তিনি কলকাতায় থাকতেন। তিনি সঞ্জয় লস্কর নামে একজনের কাছে অভিনয় শিখতেন। পরে তার সঙ্গেই এই অভিনেত্রীর একটি সম্পর্ক তৈরি হয়। কিন্তু মাস্টারের সঙ্গে তৈরি হওয়া এই সম্পর্কে কোনও জটিলতা তৈরি হয়েছিল। আর সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলেই অনুমান পুলিশ।
একটি পুরনো বাড়ি ভাড়া করে থাকতেন সঞ্জয় লস্কর। তার সেই বাড়িতেই অভিনেত্রী থাকতেন। সঞ্জয় সেই বাড়িতে ‘সিনে ডিজিটাল ক্রিয়েশন’ নামে একটি অফিসও চালু করেছিলেন। যেখানে নতুন ছেলেমেয়েরা অভিনয় শিখতে আসতো।
পুলিশের তরফে জানানো হয়েছে সুস্মিতার ঘরে সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেখানে তিনি মাস্টারকেই দায়ী করে গেছেন। অন্য অনেক নারীর জীবন নষ্ট করেছে সঞ্জয়, এমন কথাও নাকি নোটে রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে সঞ্জয় লস্করকে আটকও করে পুলিশ।









