আট বছর আগে নূরুল আলম আতিক শুটিং সেরেছিলেন ‘পেয়ারার সুবাস’ ছবিটির। নানা কারণে ছবিটি শেষ করতে লম্বা সময় চলে যায়। তবে ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি সামনে রেখে প্রচারণায় সরব হয়েছিলেন ছবির সঙ্গে সংশ্লিষ্ট সকলে।
সেই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় ছিলো ছবিটির উদ্বোধনী শো। যেখানে আমন্ত্রিত দর্শকের সাথে বসে সিনেমাটি উপভোগের কথা ছিলো নির্মাতা নূরুল আলম আতিক সহ ছবির অভিনয়শিল্পী জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেল ও সুষমা সরকার সহ সকলের। এই ছবির প্রিমিয়ারে অংশ নিতেই বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে জড়ো হন সবাই। এসেছিলেন ছবির অন্যতম অভিনেতা আহমেদ রুবেলও!
কিন্তু গাড়ি থেকে নামতেই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে চিকিৎসকরা আহমেদ রুবেলকে মৃত ঘোষণা করেন।
গুণী এই অভিনেতার আকস্মিক প্রয়াণের খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে। সাধারণ ভক্ত অনুরাগী থেকে শুরু করে প্রিয় অভিনেতার প্রয়াণ সংবাদে ছুঁয়ে যায় শোবিজের মানুষদেরও!
সহ-অভিনেতার প্রয়াণে ‘পেয়ারার সুবাস’-এ অভিনেতার সহ-অভিনয়শিল্পী সুষমা সরকারের কণ্ঠেও ঝরে পড়লো আক্ষেপ। এদিন সবার একসঙ্গে বসেই সিনেমাটি উপভোগের প্রস্তুতি ছিলো। কিন্তু আচমকা একটা সংবাদে সব তছনছ হয়ে গেল।
অভিনেত্রী সুষমা সরকার ফেসবুকে লিখেন, “এ কেমন চলে যাওয়া রুবেল ভাই। দুই দিন আগেও এক সাথে প্রায় সারাদিন ছিলাম। কতো কথা, আমি অভিযোগ করলাম এতো ভালো ভালো কাজ হচ্ছে আপনাকে পাই না কেন? হেসে বললো কই আমাকে তো কেউ খুঁজে না। আর আপনাকে খুঁজলেও পাওয়া যাবে না।”
‘পেয়ারার সুবাস’ একসাথে বসে দেখা হলো না, এমন আক্ষেপ জানিয়ে সুষমা এদিন আরো লিখেন,“সবাইকে ‘পেয়ারার সুবাস’ দেখার আমন্ত্রণ করে আপনি নিজেই সুবাস হয়ে কোথায় মিলিয়ে গেলেন! মৃত্যু কী সহজ…আর আমাদের এক সাথে সিনেমাটা দেখা হলোনা রুবেল ভাই। উপারে ভালো থাকবেন।”








