সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলিউডের দাপুটে অভিনেত্রী সুস্মিতা সেন। বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই বিষয়টি সম্পর্কে জানালেন।
ফেসবুকে বাবার সাথে দেয়া একটি ছবি পোস্ট করে হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর জানান সুস্মিতা। সেই পোস্টে তাকে উদ্দেশ্য করে বাবার একটি কথা এভাবে উদ্ধৃতি করেন সুস্মিতা,‘‘হদয়কে খুশি আর সাহসী রাখো সোনা, এটা তোমার পাশে তখন দাঁড়াবে যখন সবচেয়ে বেশি দরকার।”
এরপর সুস্মিতা লিখেন, “কয়েকদিন আগে আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলাম…। অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। স্টেন্ট বসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, আমার কার্ডিওলজিস্ট পুনরায় নিশ্চিত করেছেন ‘আমার একটি বড় হৃদয় আছে’।”
সুস্মিতা এসময় আরও লিখেন, অনেককে ধন্যবাদ জানাতে চাই তাদের সময়মতো পদক্ষেপের জন্য। পরে এই নিয়ে একটা আলাদা পোস্ট করব। এখন শুধু বলব সব ঠিক আছে এবং জীবনের জন্য নতুন করে প্রস্তুত! তোমাদের অনেক ভালোবাসি।
সুস্মিতার ভক্তরা এই পোস্টে তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করেন।







