গত বছরই পথ আলাদা হয়েছিল সুস্মিতা সেন ও তার প্রাক্তন প্রেমিক রহমান শলের। তবে বিচ্ছেদের পরেও একে অপরের প্রতি টান কমেনি। প্রায়ই একসঙ্গে দেখা মেলে তাদের। তাই তো ললিত মোদীর সাথে নতুন প্রেমে জড়িয়ে পড়ার পরেও পুরনো প্রেমিকের সঙ্গে দেখা করলেন প্রাক্তন বিশ্বসুন্দরী!
রবিবার (২৮ আগস্ট) মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকায় একটি হোম ডেকোর বুটিক থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন প্রাক্তন এই প্রেমিক জুটি। এসময় তাদের দুজনের সাথে ছিলেন সুস্মিতার মেয়ে রেনি সেন। বেগুনি রঙের একটি কো-অর্ড ড্রেস পরেছিলেন সুস্মিতা। রেনি পরেছিলেন ডেনিম প্যান্ট আর পিঙ্ক টপ। অপরদিকে, রহমানের পরনে ছিল গ্রে রঙের জিন্স আর গোলাপি টপ।
তবে মিডিয়া দেখে মোটেও মুখ লুকাননি সুস্মিতা। বরং, ক্যামেরার দিকে তাকিয়ে বেশ হাত নাড়েন তিনি। তাতেই যেন বিষয়টিকে ভালো ভাবে নিলেন না নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ললিত ভাইয়ের কী হবে?’ প্রাক্তন প্রেমিকের সাথে সুস্মিতাকে দেখে আরেকজন লিখছেন, ‘এদের দেখলে সব গুলিয়ে যায়’।
২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সুস্মিতা-রহমান। অতঃপর ২০২১ সালের ডিসেম্বরেই বিচ্ছেদের কথা ঘোষণা করেন সুস্মিতা। সেসময় বিচ্ছেদের খবর জানাতে নিজেদের একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রাক্তন মিস ইউনিভার্স লিখেছিলেন, ‘আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধুই আছি। সম্পর্ক অনেকদিন চলল, ভালোবাসা এখনও আছে।’ –পিঙ্কভিলা








