বিজয় হাজারে ট্রফিতে ৩৬ বলে সেঞ্চুরি করেছেন বৈভব সূর্যবংশী। তাতে লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন। ১৪ বছর ২৭২ দিনে রেকর্ড গড়লেন বিহারের বাঁহাতি ব্যাটার। ২০২৪ সালের ডিসেম্বরে মধ্যপ্রদেশের বিপক্ষে খেলে অভিষেক হওয়ার পর এটি ছিল তার সপ্তম ম্যাচ। তার ৮৪ বলের ইনিংসে ১৬টি চার এবং ১৫টি ছক্কার মার ছিল। ১০ রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া করা সূর্যবংশী খেলেছেন ১৯০ রানের ইনিংস।
রাঁচিতে বিহারের হয়ে প্লেট লিগ ফিকশ্চারের ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে এই কীর্তি গড়েন সূর্যবংশী। সিনিয়র ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে প্রথম সেঞ্চুরি এটি। ৩৬ বলে সেঞ্চুরির পর ১৫০ রান করেন ৫৯ বলে। পরে ৮৪ বল খেলে আউট হন ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা।
২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে চলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বিবেচনা করা হচ্ছে সূর্যবংশীকে। এ মাসের প্রথমদিকে সংযুক্ত আরব আমিরাতে হওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ৯৫ বলে ১৭১ রানের ইনিংস খেলেছিলেন। ওই ইনিংসে সূর্যবংশীর মাত্র ৬ রান কম পড়েছিল ভারতের হয়ে বয়সভিত্তিক পর্যায়ে আম্বাতি রাইডুর ইংল্যান্ডের বিপক্ষে করা ১৭৭ রানের রেকর্ড। ২০০২ সালে ট্যান্টনে ওই রেকর্ড গড়েছিলেন রাইডু যা এখনও ভাঙতে পারেনি ভারতের কোনো ব্যাটার।
এখন পর্যন্ত ১৫টি যুব ওয়ানডে খেলা সূর্যবংশী ৫১.১৩ গড়ে দুটি সেঞ্চুরি, তিনটি হাফ সেঞ্চুরি করেছেন যার স্ট্রাইকরেট ১৫৮.৭৯। রাইজিং স্টারস এশিয়া কাপ টি-টুয়েন্টিতে ৪২ বলে ১৪৪ রানের ইনিংস খেলেছিলেন সূর্যবংশী যা যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। ওই ইনিংসে ৩২ বলে সেঞ্চুরি তুলেছিলেন যা ছেলেদের টি-টুয়েন্টির ক্রিকেটে সবমিলে যৌথভাবে ষষ্ঠ দ্রুততম সেঞ্চুরি। চলতি মাসের শুরুতে কলকাতায় মহারাষ্ট্রের বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১০৮ রান করেন সূর্যবংশী, যা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড।
২০২৫ সালে সূর্যবংশীর সাফল্যের বছর ছিল। ১৩ বছর বয়সে আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হওয়ার পর রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৮ বলে ১০১ রান করেন যা আইপিএলে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ন হন। সূর্যবংশী আইপিএল ২০২৫ আসরে সাতটি ম্যাচ খেলে ২০৬.৫৫ স্ট্রাইক রেটে ২৫২ রান করেছিলেন।
আইপিএলের পর থেকে সূর্যবংশী ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার যুব ওয়ানডেগুলোতে সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ড সফরটি বিশেষভাবে ফলপ্রসূ ছিল তার জন্য, কারণ ১৭৪.০১ স্ট্রাইক রেটে ৩৫৫ রান সংগ্রহ করেছিলেন। ১৫ জানুয়ারী থেকে জিম্বাবুয়ে বিশ্বকাপের জন্য দলের সাথে রওনা হওয়ার আগে বেঙ্গালুরুতে একটি কন্ডিশনিং ক্যাম্প করবে ভারতীয় অনূর্ধ্ব-১৯।









