ভারতের টি-টুয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের টেস্ট অভিষেক হয়েছিল গত বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। নাগপুরে ওই টেস্ট খেলার পর চোটসহ নানা জটিলতায় পড়ে ৩৩ বর্ষী ডানহাতি তারকার আর টেস্ট খেলা হয়নি। তবে আবার সাদা পোশাকের এলিট সংস্করণে ফিরতে মুখিয়ে আছেন তিনি।
কোয়েম্বাতুরে আমন্ত্রণমূলক একটি টুর্নামেন্টে খেলার পর সংবাদ মাধ্যমে কথা বলেছেন সূর্যকুমার। সেখানে জানিয়েছেন, ‘অনেক খেলোয়াড় আছে যারা ওই জায়গা নেয়ার জন্য সত্যিই অনেক পরিশ্রম করেছে। এমনকি সেই জায়গা আবারও পাওয়ার জন্য আমিও চেষ্টা করছি।’
‘ভারতের হয়ে আমার অভিষেক হয়েছিল টেস্টে। তারপর আমি চোটে পড়ি। আরও অনেকে সেই জায়গায় সুযোগ পেয়েছিল এবং সত্যিই তারা অনেক ভালো করেছে। এখন তারা সেখানে সুযোগ পাওয়ার যোগ্য।’
নিজের সম্ভাবনার কথা উল্লেখ করে সূর্যকুমার আরও বলেন, ‘সময়ের পরিক্রমায়, যদি আমাকে খেলতে হয়, তখন স্বয়ংক্রিয়ভাবে আমাকে খেলতে হবে। সেটা আমার নিয়ন্ত্রণে নেই। এখন আমার শক্তিতে যা আছে সেটা হল বুচি বাবু আসরে খেলা, তারপর দিলীপ ট্রফিতে খেলে এবং তারপর দেখতে হবে কি হয়। তবে সত্যি কথা, আমি সত্যিই সামনে এগিয়ে যেতে চাইছি। সামনে আরও দশটি টেস্ট ম্যাচ রয়েছে এবং আমি চাইছি লাল বলে কিছুটা মজা করতে।’
গত ১৩ মাসে সূর্যকুমার একটিও ফার্স্টক্লাস ম্যাচ খেলেননি। এ সময় তিনি জার্মানিতে গ্রোয়েনের অস্ত্রপচার করেন এবং সে অবস্থা থেকে ফিরতে তিন মাস সময় লাগে। এ সময়ের মধ্যে তিনি ওয়ানডে বিশ্বকাপ এবং টি-টুয়েন্টি বিশ্বকাপের অংশ ছিলেন।









