মেজর লিগ সকারের লিগস কাপে কোয়ার্টার ফাইনালে টাইগার্স ইউএনএলকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। বৃহস্পতিবার ভোরে মিয়ামির মাঠে স্পটকিক থেকে লুইস সুয়ারেজের জোড়া গোলে জয় পায় মিয়ামি।
কাপের গ্রুপপর্বের ম্যাচে নেকাক্সার বিপক্ষে চোটে পড়েছিলেন লিওনেল মেসি। পরে লিগে একটি ম্যাচ খেললেও এদিন তাকে ছাড়া মাঠে নামে হাভিয়ের মাশ্চেরানোর দল। শেষ আটের এক লেগের ম্যাচে ঘরের মাঠে নেমে শুরুতে ধুঁকতে থাকে মিয়ামি। বল দখলেও ছিল না আধিপত্য।
প্রথমার্ধের ২৩ মিনিটে টাইগার্সের ডিফেন্ডারের ডি বক্সের মধ্যে হ্যান্ডবলে পেনাল্টি পায় মিয়ামি। সুয়ারেজ স্পটকিক প্রথম গোলটি করেন। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কেউ।
৪৮ মিনিটে রদ্রিগো ডি পলের বাড়িয়ে দেয়া শট হেডে টাইগার্সের জালে পাঠাতে ব্যর্থ হন তাদেও আলেন্দে। মিয়ামি রক্ষণকে পরাস্ত করে ৬৭ মিনিটে জালে বল পাঠান টাইগার্সের অ্যাঙ্গেল কোরেয়া। ১-১ সমতা আসে।
পরের ২০ মিনিটে গোলের দেখা পায়নি কেউই। ৮৭ মিনিটে ডি পলের শটের মুখে আবারও বক্সের ভেতরে পেনাল্টির আবেদন করে মিয়ামি। পেয়েও যায়, দ্বিতীয় পেনাল্টিও নেন লুইস সুয়ারেজ। ৮৯ মিনিটে স্পটকিক থেকে গোল করে দলকে আবার এগিয়ে নেন সুয়ারেজ।
যোগ করা ৭ মিনিটে আর সমতায় ফিরতে পারেনি টাইগার্স। যদিও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল টাইগার্স। ৬০ ভাগ ছিল তাদের দখলে। সেমির স্বপ্নভঙ্গ হয় তাদের।
২০১৮-১৯ মৌসুমে শুরু হওয়া লিগস কাপে একটি শিরোপা জিতেছে মিয়ামি। ২০২২-২৩ মৌসুমে লিগ কাপ ঘরে তোলে তারা। প্রথম দল হিসেবে দ্বিতীয় শিরোপার খোঁজে তারা।









