বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানি পরিচালনার জন্য রিসিভার নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি হবে আগামী ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি মো: রেজাউল হকের চেম্বার আদালত এবিষয়ে ‘নো অর্ডার’ দিয়ে বিষয়টি ২৮ অক্টোবর আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে শুনানি জন্য নির্ধারণ করেন।
আদালতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী মুনিরুজ্জামান। রিটের পক্ষে ছিলেন রিটকারি আইনজীবী মাসুদ আর সোবহান। সাথে ছিলেন ব্যারিস্টার ফাতেমা চৌধুরী। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব।
বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানির বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আর সোবহানের করা রিটের শুনানি শেষে গত ৫ সেপ্টেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানি পরিচালনার জন্য রিসিভার নিয়োগের নির্দেশসহ রুল জারি করেন। সেই সাথে বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানির সমস্ত সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করার নির্দেশ দেন হাইকোর্ট।









