নির্মাতা জেমস গানের ‘সুপারম্যান’ সিনেমার শুটিং শেষ হয়েছে। মঙ্গলবার খবরটি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি নিজেই।
সিনেমার কলাকুশলীদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে জেমস গান লিখেছেন, ‘এবং এটা শেষ হলো। আমাদের কলাকুশলীদের প্রতিজ্ঞাবদ্ধতা, সৃজনশীলতা এবং পরিশ্রমের কারণে আমরা এই প্রজেক্টটিকে আলোর মুখ দেখাতে পেরেছি।’
নির্মাতা আরও বলেছেন, ‘হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এটা সম্মানের ছিল। আমাদের লক্ষ্য ছিল সুপারম্যান কিন্তু যাত্রা ছিল হাসি-আনন্দে ভরপুর, যা আমরা শুটিং সেটে পেয়েছি। এজন্য চির কৃতজ্ঞ থাকবো।’
এই সুপারহিরো সিনেমাটির নাম প্রথমে রাখা হয়েছিল নাম ‘সুপারম্যান: লিগাসি।’ সিনেমার মূল চরিত্রে আছেন ডেভিড করেনসোয়েট। এছাড়াও আছেন র্যাচেল ব্রসনাহান। সুপারম্যানের ভিলেন লেক্স লুথরের ভূমিকায় থাকবেন নিকোলাস হল্ট।
প্রয়াত সুপারম্যান অভিনেতা ক্রিস্টোফার রিভের সন্তান উইল রিভ থাকবেন অতিথি চরিত্রে। ছবিতে তাকে দেখা যাবে টিভি রিপোর্টার হিসেবে।
‘সুপারম্যান’ মুক্তি পাবে ২০২৫ সালের ১১ জুলাই।
And that’s a wrap.
God bless our cast and crew whose commitment, creativity, and hard work have brought this project to life. I set out to make a movie about a good man in a world that isn’t always so much. And the goodness and kindness and love I’ve encountered on a daily basis… pic.twitter.com/9Y52HEVXpF— James Gunn (@JamesGunn) July 30, 2024
সূত্র: ভ্যারাইটি









