ব্যাট হাতে আগেই কাজটা করে রেখেছেন সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। আফগানিস্তানের সামনে বড় স্কোর দাঁড় করিয়ে বল হাতে বাকী কাজটা করেছেন জাসপ্রীত বুমরাহ-কুলদীপ যাদব ও আর্শদীপ সিং। আফগানদের ৪৭ রানে হারিয়ে সুপার এইট মিশন শুরু ভারতের।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৮১ রান তোলে রোহিত শর্মার দল। জবাবে নেমে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৪ রানে থামে আফগানিস্তান।
রানতাড়ায় নেমে আফগান ব্যাটারদের কেউই নিজেকে মেলে ধরতে পারেননি। ভারতীয় বোলারদের তোপে হয়েছেন দিশেহারা। সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন আজমতউল্লাহ ওমরজাই। ২০ বলে ২৬ রান করেন তিনি। ১৭ বলে ১৯ র ান করেন নাজিবুল্লাহ জাদরান। ২১ বলে ১৭ রান করেন গুলবাদিন নাইব। এছাড়া মোহাম্মদ নবি ১৪ বলে ১৪ এবং নূর আহমাদ ১৮ বলে ১২ রান করেন।
ভারতীয় বোলারদের মধ্যে জাসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিং তিনটি করে উইকেট নেন। কুলদীপ যাদব নেন দুটি উইকেট।
আগে ব্যাটে নেমে শুরুটা মন্থর হয় ভারতের। নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২.৫ ওভারে দলীয় ১১ রানে রোহিতকে ফেরান ফজলহক ফারুকী। ১৩ বলে ৮ রান করেন।
পান্টকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়েন কোহলি। সপ্তম ওভারের শেষ বলে পান্ট ফিরে যান ১১ বলে ২০ রান করে। তার ইনিংসে ছিল ৪টি চারের মার।
গ্রুপপর্বে রান না পাওয়া কোহলি এই ম্যাচে রান পেয়েছেন। তবে ইনিংস লম্বা করতে ব্যর্থ হন। ৮.৩ ওভারে দলীয় ৬২ রানে রশিদ খানের শিকার হন। এক ছক্কায় ২৪ বলে ২৪ রান করেন।
১০.৫ ওভারে রশিদ খানের তৃতীয় শিকার হন শিভম দুবে। এক ছক্কায় ৭ বলে ১০ রান করেন।
পরে পঞ্চম উইকেট জুটিতে ঝড় তোলেন হার্দিক ও সূর্যকুমার। ১৭তমও ওভারের শেষ বলে সূর্যকুমার ফিরে যান ফারুকীর দ্বিতীয় শিকার হয়ে। ৫টি চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৫৩ রান করেন। ২৪ বলে ৩২ রান করেন পান্ডিয়া। শেষের দিকে ৬ বলে ১২ রান করেন অক্ষর প্যাটেল।
আফগানদের হয়ে রশিদ খান ও ফজলহক ফারুকী তিনটি করে উইকেট নেন।









