গেল বছরের ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত তারকা অভিনেতা ধর্মেন্দ্র। তার মৃত্যুর পর অভিনেতার শোকসভা নিয়ে নানা বিতর্ক দানা বেঁধেছিল।
তবে এই সব কিছুর মধ্যে এবার এক ফ্রেমে ধরা দিলেন দেওল ভাই-বোনেরা। অহনা দেওল ও এশা দেওলের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন সানি দেওল।
সম্প্রতি ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সানি দেওল, বরুণ ধাওয়ান, আহান শেঠি এবং দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘বর্ডার ২’ ছবিটি। ছবিটি মুক্তির তৃতীয় দিনে মুম্বাইতে একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন হয়েছিল। আর এই স্ক্রিনিংয়ের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল সানি দেওলের সঙ্গে তার দুই বোন, এশা এবং অহনা দেওলের উপস্থিতি। তাদের ছবি ও ভিডিও বর্তমানে ভাইরাল।
ভিডিওতে দেখা গেছে, সানির একপাশে তার বোন এশা এবং অন্যপাশে অহনা। তাদের কাঁধে হাত দিয়ে পোজ দিচ্ছেন সানি। পাপারাজ্জিদের সামনে তিনি দুই বোনের সঙ্গে ছবি তোলেন। ধর্মেন্দ্রর মৃত্যুর পর এই প্রথম তিন ভাইবোন জনসমক্ষে একসঙ্গে উপস্থিত হন এবং তিনজনই তাদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন।
এর আগে ২০২৩ সালের শুরুতে, যখন সানি দেওলের ছবি ‘গদর ২’ মুক্তি পায় তখন এশা সানির জন্য একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন। সেখানেও সানির সঙ্গে তার দুই বোনকে দেখা গিয়েছিল। সঙ্গে ভাই ববি দেওলও ছিলেন।
ধর্মেন্দ্রর মৃত্যুর পর গুঞ্জন উঠেছিল যে হেমা এবং ববির পরিবার ও সানির মধ্যে সমস্যা তৈরি হওয়ায় তারা দু’জনেই ধর্মেন্দ্রের জন্য আলাদা প্রার্থনা সভার আয়োজন করেছিলেন।
যদিও এই বিষয়ে হেমা টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এটা আমাদের পরিবারের ব্যক্তিগত বিষয়। আমরা একে অপরের সঙ্গে কথা বলি। আমি আমাদের বাড়িতে একটা প্রার্থনা সভার আয়োজন করেছি কারণ আমার দলের লোকেদের আমন্ত্রণ জানাতে হতো। আমি দিল্লিতে একটি প্রার্থনা সভার আয়োজন করেছি কারণ আমি রাজনীতিতে আছি এবং এটা সেখানেও গুরুত্বপূর্ণ ছিল। মথুরা আমার নির্বাচনী এলাকা এবং সেখানকার মানুষেরা ধর্মেন্দ্রজির ভক্ত, তাই আমি সেখানেও একটি প্রার্থনা সভার আয়োজন করেছি। আমি যা করেছি তাতে আমি খুশি।’









