ফুটবলকে বিদায় জানিয়ে বুটজোড়া তুলে রাখলেন বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের ও বার্সেলোনার সাবেক ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। ৩১ বছর বয়সেই জানিয়ে দিয়েছেন সবধরনের ফুটবল থেকে অবসরের কথা। আবেগঘন ভিডিওবার্তাও প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও এখন সময় এসেছে বিদায় বলার। আমার সেরাটা দিয়েছি, কোনকিছুতেই অনুতপ্ত নই। আমার সকল ক্লাব, সভাপতি, কোচ ও সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছি।’
‘লিঁও, বার্সেলোনা, লিল, লিচ এবং ফ্রান্স, সবাইকে ধন্যবাদ। সকল সমর্থকদেরও ধন্যবাদ।’
ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ে রক্ষণে অতন্দ্রপ্রহরী ছিলেন উমতিতি। বার্সেলোনার হয়ে দুবার লিগ শিরোপাসহ জিতেছেন তিনটি কোপা ডেল রে।









