মুম্বাইয়ের রাস্তায় বাজে অভিজ্ঞতার মুখোমুখি ‘দ্য কপিল শর্মা শো’-খ্যাত অভিনেত্রী সুমনা চক্রবর্তী। মুম্বাইয়ে মারাঠা সংরক্ষণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে পড়েন তিনি।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে মুম্বাইয়ের কোলাবা থেকে ফোর্ট যাওয়ার পথে তার গাড়ি একদল বিক্ষোভকারী ঘিরে ফেলে। ঘটনাটির বিস্তারিত তিনি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন, যদিও কিছুক্ষণ পর পোস্টটি মুছে দেন।
মুছে দেয়া পোস্টে অভিনেত্রীর দাবি, হঠাৎই তার গাড়ি জ্যামের মধ্যে আটকে যায়। তখনই কয়েকজন ব্যক্তি গাড়ির বোনেটে হাত দিতে শুরু করেন, জানালায় আঘাত করতে থাকেন এবং তাকে উদ্দেশ্য করে বিদ্রূপ করতে থাকেন। এ সময় তারা তাকে উদ্দেশ্য করে ‘জয় মহারাষ্ট্র’ স্লোগানও দিতে থাকেন। কয়েক মিনিটের ব্যবধানে একই ঘটনা দুইবার ঘটেছে বলেও জানান তিনি।
সুমনার ভাষায়, “দুপুর ১২টা ৩০ মিনিটে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ ভিড়ের মধ্যে আটকে পড়ি। একজন কমলা গামছা পরা লোক আমার গাড়ির বোনেটে আঘাত করতে থাকে, পেট গাড়ির সঙ্গে ঠেকিয়ে বিদ্রূপভরা ভঙ্গিতে দাঁড়ায়। তার বন্ধুরা জানালায় হাত মারে, হাসতে হাসতে স্লোগান দেয়। চারপাশে কোনো পুলিশ ছিল না। যাদের পরে দেখেছি, তারা দাঁড়িয়ে শুধু আড্ডা দিচ্ছিল। এরকম দিনেদুপুরে সাউথ মুম্বাইতে নিজের গাড়ির ভেতরই অনিরাপদ মনে হয়েছে।”
তিনি আরও লিখেছেন, রাস্তাজুড়ে নোংরা, কলার খোসা, প্লাস্টিক বোতল ছড়িয়ে ছিল। ফুটপাতগুলো দখল করে বিক্ষোভকারীরা খাওয়া-দাওয়া, ঘুম, গোসল, রান্না এমনকি ভিডিও কল ও রিল বানাচ্ছিলেন। তার মতে, “এটি নাগরিক শৃঙ্খলার সম্পূর্ণ উপহাস।”
অভিনেত্রী জানান, এই প্রথম তিনি নিজেকে গাড়ির ভেতরে এতটা অসহায় ও অনিরাপদ মনে করেছেন। ভাগ্যিস একজন পুরুষ বন্ধু সঙ্গে ছিলেন, নইলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ভিডিও করার ইচ্ছা হলেও তিনি তা থেকে বিরত থাকেন, কারণ এতে পরিস্থিতি আরও উত্তেজিত হতে পারত।
শান্তিপূর্ণ আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা দেখেছি, আরও জরুরি কারণে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে, যেগুলো পুলিশ দমন করেছে। অথচ এখানে পুরোপুরি আইনশৃঙ্খলার অভাব। একজন করদাতা নাগরিক হিসেবে, একজন নারী হিসেবে এবং এই শহরকে ভালোবাসি বলে আমি ক্ষুব্ধ। আমরা এরচেয়ে ভালো কিছু প্রাপ্য। নিরাপত্তা, প্রশাসনিক দায়িত্ববোধ এবং নাগরিক শৃঙ্খলা দেখতে চাই।”
পোস্টের শেষে তিনি লেখেন, “এটা সেই ‘ডিজিটাল ভারত’ নয় যার কথা বলা হয়। যখন জাতপাত, ধর্ম, রাজনীতি, দুর্নীতি, আমলাতন্ত্র, অশিক্ষা আর বেকারত্বই দেশ চালাচ্ছে— এটা উন্নয়ন নয়, বরং অবক্ষয়।”
ঘটনার পর তার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বহু ভক্ত ও নেটিজেন সুমনার পাশে দাঁড়ান। কেউ কেউ তাকে থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পরামর্শও দিয়েছেন।
সুমনা চক্রবর্তী, যিনি মূলত হিন্দি টেলিভিশনে অভিনয়ের জন্য পরিচিত। বিশেষ করে জনপ্রিয় ডেইলি সোপ অপেরা ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’-এ তার অভিনয় উল্লেখযোগ্য। এছাড়া কপিল শর্মার সঙ্গে নিয়মিত কমেডি শোগুলোতে অংশগ্রহণের মাধ্যমেও তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেছেন—যার মধ্যে রয়েছে ‘কমেডি নাইটস উইথ কপিল’ এবং ‘দ্য কপিল শর্মা শো’। –এনডিটিভি









