দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। আসন্ন ঈদে এই প্লাটফর্মে থাকছে বেশকিছু চমক। এরমধ্যে আছে গেল বছরে মুক্তি পাওয়া দেশ-বিদেশে প্রশংসিত ও পুরস্কৃত ছবি ‘আম কাঁঠালের ছুটি’র স্ট্রিমিং।
দুরন্তপনা শৈশবের প্রতিনিধিত্ব করা সিনেমা ‘আম কাঁঠালের ছুটি’। সিনেমা হলে মুক্তির পর এ সিনেমাটি দারুণভাবে সমাদৃত হয়। বিশেষ করে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত এ সিনেমাটি সিনেবোদ্ধাদের প্রশংসা পায়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে এই সিনেমা। ১৫ জুন দুপুর ৩টায় এ সিনেমাটি প্রিমিয়াম কনটেন্ট হিসেবে আইস্ক্রিনে মুক্তি পাবে।
সিনেমাটি সর্বশেষ মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৩-এ সমালোচক ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক এবং সেরা অভিনেতা পুরস্কার অর্জন করে।
কারো সাথে মিশতে না পারা আট বছর বয়সী একটি শহুরে ছেলে গ্রীষ্মের ছুটিতে গ্রামে বেড়াতে এসে কীভাবে নতুন এক জগৎ আবিষ্কার করে, খুঁজে পায় বন্ধুত্ব আর রোমাঞ্চের স্বাদ, সেই গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আম কাঁঠালের ছুটি’।
এটি শরীফ উদ্দিনের ‘মইন্না ভাই বল্লা রাশি’ ছোটগল্প অবলম্বনে নির্মাতার চিত্রনাট্যে নির্মিত হয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে যুবায়ের, লিয়ন, আরিফ,হালিমা তানজিল, ফাতেমা।









