অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘রূপবান’ খ্যাত কিংবদন্তী অভিনেত্রী সুজাতা। মঙ্গলবার গাজীপুরে ‘অপারেশন জ্যাকপট’ এর শুটিং শেষে ঢাকায় ফেরার পথে অসুস্থ বোধ করেন তিনি। পরে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন হাসপাতালে।
সুজাতার পুত্রবধু রেশমা আজিম খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার ঢাকায় ফেরার পথে গাড়িতে অসুস্থ বোধ করেন সুজাতা। তখন অস্থিরতা ছিলো তারমধ্যে। রাত ৮টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরুতে সিসিইউতে রাখা হলেও বুধবার সকাল ৮টার পর কেবিনে স্থানান্তর করা হয়।
অভিনেত্রীর অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হলেও তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানান রেশমা।
ষাটের দশকের সাড়া জাগানো নায়িকা সুজাতা। তার অভিনীত ‘রূপবান’ চলচ্চিত্রটি সে সময়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। শুধু তাই নয়, সেই ছবির জনপ্রিয়তার উপর ভিত্তি করে আজও বাংলা সিনেমাপ্রেমীদের কাছে তিনি রূপবান হয়েই আছেন। রূপবান ছাড়াও তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো ধারাপাত, ডাক বাবু, মধুমালা, জরিনা সুন্দরী, অপরাজেয়, আগুন নিয়ে খেলা, কাঞ্চনমালা, আলিবাবা, বেঈমান, অনেক প্রেম অনেক জ্বালা, প্রতিনিধি ইত্যাদি।
১৯৭৭ সালে সুজাতা নায়িকা হিসেবে সর্বশেষ রহিম নেওয়াজ পরিচালিত ‘রাতের কলি’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর ছোট পর্দায়ও অভিনয় করতে দেখা যায় তাকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন তিনি।
১৯৭৮ সালের পর প্রায় একযুগ অভিনয় থেকে দূরে থাকলেও বর্তমানে তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করছেন।







