Site icon চ্যানেল আই অনলাইন

ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ, প্রয়াত ‘একেনবাবু’ চরিত্রের স্রষ্টা

প্রয়াত লেখক সুজন দাশগুপ্ত। বুধবার সকালে লেখকের ফ্ল্যাটেই তার মৃতদেহ পাওয়া যায়। কী ভাবে তার মৃত্যু হয়, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

জানা যায়, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ৭৮ বছর বয়সী সুজন। ঘটনাটি যখন ঘটে, তার বাড়িতে তখন কেউ ছিল না। সুজন দাশগুপ্তের স্ত্রী শান্তিনিকেতনে বেড়াতে গিয়েছিলেন। তার মেয়ে থাকেন আমেরিকায়। বুধবার সকালে তার পরিচারিকা বাসায় যান। লেখক দীর্ঘ সময় ধরে দরজা না খোলায় আবাসনের নিরাপত্তারক্ষীদের ডেকে আনেন সেই মহিলা। কিন্তু তারাও দরজা খুলতে ব্যর্থ হন। এর পরেই সুজনের শ্যালক ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেন। সকাল ১০টা নাগাদ দরজা ভেঙে লেখকের ফ্ল্যাটে ঢুকে তার দেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সুজন দাশগুপ্তের দেহে আঘাতের কোনও চিহ্ন নেই। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে তা পোস্টমর্টেমে পাঠানো হয়েছে।

বাংলার জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘একেনবাবু’র স্রষ্টা সুজন দাশগুপ্ত। দীর্ঘ সময় ধরে বিদেশে থাকেন তিনি। সম্প্রতি কলকাতায় এসেছিলেন ‘দ্য একেন’ সিনেমার জন্য।

‘একেনবাবু’র পাশাপাশি একাধিক বই লিখেছেন সুজন। সেগুলির মধ্যে ‘ম্যানহ্যাটনে মুনস্টোন’, ‘ঢাকা রহস্য উন্মোচিত’, ‘খুনের আগে খুন’ অন্যতম।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

Exit mobile version