১২ নভেম্বর ২৮ বছরে পা রাখলেন বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। জন্মদিনের প্রথম প্রহর থেকেই শুভেচ্ছায় ভাসছেন সদ্য নির্মাতা হিসেবে বলিউডে অভিষেক করা আরিয়ান!
বড় ভাই আরিয়ান খানের জন্মদিনে এদিন হৃদয়ছোঁয়া শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ছোট বোন সুহানা খান। ভাইয়ের জন্মদিনে ইনস্টাগ্রাম স্টোরিতে এক আদুরে ছবি শেয়ার করেন সুহানা।
ছবিতে দেখা যায়- তিনি আরিয়ানকে জড়িয়ে ধরেছেন, দুজনের মুখে উজ্জ্বল হাসি। আরিয়ান পরেছেন কালো লেদার জ্যাকেট, আর সুহানা ছিলেন হলুদ পোশাকে, ঝলমল হাসিতে ভরিয়ে দিয়েছেন ফ্রেমটি।
ছবির ক্যাপশনে সুহানা লিখেছেন, “হ্যাপ্প্প্পি বার্থডে, লাভ ইউউউ মোস্ট।” সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ সাইন!
এই দুই তারকা সন্তানের সম্পর্ক সবসময়ই ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। ভাইয়ের প্রতিটি পদক্ষেপে পাশে থেকেছেন বোন। আরিয়ানের পরিচালনায় তৈরি শো “দ্য ব্য*ডস অব বলিউড”–এর সময়ও তাকে সমর্থন জানিয়েছিলেন সুহানা।
গত সেপ্টেম্বরেও ভাইয়ের কাজের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে সুহানা ইনস্টাগ্রামে লিখেছিলেন, “অলওয়েজ বিন নাম্বার ওয়ান।” সেই পোস্টে ছিল আরিয়ানের সঙ্গে একটি সাম্প্রতিক ছবি, ছোটবেলার একটি ছবি যেখানে শাহরুখ খানের কোলজুড়ে ছোট আরিয়ান, আর সেই সঙ্গে নতুন শোর একটি দৃশ্যের পোস্টারও।









