মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও রাজনগর উপজেলার কামারচাক, ফতেহপুর পাঁচগাও, মুন্সিবাজার ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম বন্যাক্রান্ত হওয়ায় দুর্ভোগে হাজারো মানুষ। বন্যায় বাড়িঘর রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে নানা সংকট। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, দেখা দিয়েছে নানা রোগবালাই।
অনেকের রান্নাবান্নার সুযোগ না পেয়ে শুকনো খাবার খেয়েই থাকছেন, কেউ কেউ খাদ্যের অপ্রতুলতার কথাও জানিয়েছেন। এমন অবস্থায় পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন ভুক্তভোগীরা।মানুষের নানাবিধ সংকটের পাশাপাশি গবাদিপশু লালন পালন ও গো খাদ্যের সংকটও দেখা দিয়েছে এই অঞ্চলে।
এছাড়াও বন্যাকবলিত এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি কম, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি অনেক কম।
এদিকে কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর, জুড়ী ও মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে পানি নেমেছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় বাড়িঘরে ফিরেছেন দুর্গতরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, নিম্নাঞ্চলের কিছু এলাকা এখনো বন্যাকবলিত। তবে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
উজানে পানি নামলেও জেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়েছে৷ এসব এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন৷ একইসাথে ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানান রোগ-বালাই।









