ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা) এর আয়োজনে কক্সবাজারে একটি উদ্যমপূর্ণ কর্মশালা ও নেটওয়ার্কিং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৮ থেকে ১০ মে পর্যন্ত তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মার্কেটিং পেশাজীবী, উদ্যোক্তা এবং বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। ইভেন্টে পেশাদার নেটওয়ার্কিং গড়ে তোলা, কোভিড-পরবর্তী বিপণন কৌশল নিয়ে আলোচনা এবং সৃজনশীল কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইভেন্টের সূচনা হয় ৮ মে রাতে রাজারবাগ গ্রিনলাইন বাস ডিপো থেকে যাত্রার মাধ্যমে। পরের দিন কক্সবাজারের হোটেল সিগালে চেক-ইন শেষে কর্মশালা, বিশেষ বক্তৃতা এবং একটি জমকালো গালা নাইটের আয়োজন করা হয়, যেখানে র্যাফেল ড্র, ফান গেম, গিফ্ট বিতরণ এবং ডিজে পার্টির মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে উদ্দীপনা ছড়িয়ে দেওয়া হয়। ১০ মে সকালে হোটেল থেকে চেক-আউটের পর অংশগ্রহণকারীরা কোলাতলি রোডে লাঞ্চ ও ডিনার উপভোগ করেন এবং রাত ১০টায় কক্সবাজার গ্রিনলাইন বাস কাউন্টার থেকে ফেরার জন্য যাত্রা শুরু করেন।
ইমা’র সভাপতি আনিসুর রহমান তারেক তার বক্তব্যে বলেন, এই অনুষ্ঠান শুধু পেশাদারিত্বই নয়, সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। অংশগ্রহণকারীদের সক্রিয়তা এই ইভেন্টকে স্মরণীয় করে তুলেছে। একজন অংশগ্রহণকারী তার প্রতিক্রিয়ায় জানান, গালা নাইটের মজাদার আয়োজন এবং বাস্তবসম্মত কর্মশালা আমাদের পেশাদার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ইমা আগামী বছরেও এমন ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে, যা দেশের বিপণন খাতকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।









