Advertisements
মাত্র ৪টি মৌ বক্স দিয়ে মধু আহরণ শুরু করলেও এখন মামুন উর রশিদ মামুনের মৌ বক্সের সংখ্যা ৪শ’ ৫০টি। আগে শুধু কুষ্টিয়া জেলায় মৌচাষ সীমাবদ্ধ থাকলেও, এখন ২৬টি জেলায় মধু সংগ্রহ করেন তিনি। চলতি বছর আবহাওয়া ভালো থাকায় মধু আহরণের পরিমান বেড়েছে।








