ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টিতে আগ্রাসী ব্যাটিংয়ে ৯ উইকেটে ২৪৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। অভিষেক শর্মা ৫৪ বলে ১৩ ছক্কা ও ৭ চারে করেছেন ১৩৫ রান। যা ভারতের হয়ে টি-টুয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এমন দাপুটে ক্রিকেটই চান কোচ গৌতম গম্ভীর। ঝুঁকিপূর্ণ ক্রিকেট না খেললে সাফল্য আসবে না, বলছেন তিনি।
ভারতের ২৪৭ রান তাড়া করতে নেমে ১০.৩ ওভারে ৯৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। ম্যাচ হেরেছে রেকর্ড ১৫০ রানে। এখানেও একটা বিষয় পরিষ্কার, উইকেট ধরে ম্যাচ শেষ করে আসায় কোনো মূল্য নেই। হারের ব্যবধান কমিয়ে লাভ নেই। কাজেই আগ্রাসী ক্রিকেট খেলো, এতে অন্তত জয়ের সম্ভাবনা বাড়বে।
ম্যাচ শেষে ভারত কোচ বলেছেন, ‘এ ধরনের টি-টুয়েন্টি ক্রিকেট আমরা খেলতে চাই। যেখানে হারের কোনো ভয় থাকবে না। আমরা ঝুঁকিপূর্ণ ও সাফল্যের আশায় ক্রিকেট খেলতে চাই এবং এই ছেলেরা সেই আদর্শ ও নীতি বেশ ভালোভাবে গ্রহণ করেছে। মনে করি এই টি-টুয়েন্টি দলের আদর্শ নিঃস্বার্থ এবং নির্ভীকতার উপর ভিত্তি করে। শেষ ছয় মাস, এই ছেলেরা এটা দিনের পর দিন রপ্ত করেছে।’
‘আমরা নিয়মিতভাবে ২৫০-২৬০ রানে পৌঁছানোর চেষ্টা করতে চাই। এমন চেষ্টায়, এমনকিছু ম্যাচে দেখা যাবে আমরা ১২০-১৩০ রানে গুটিয়ে যাব। এটাও মেনে নিতে হবে, কারণ টি-টুয়েন্টি ক্রিকেটের মূল কথা এটাই। আর যতক্ষণ না সেই ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেলা হবে, ততক্ষণ বড় পুরস্কারও পাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মনে করি আমরা সঠিক পথেই আছি। বড় টুর্নামেন্টগুলো আসুক, আমরা এভাবেই খেলা চালিয়ে যেতে চাই। আমরা কিছু হারানোর ভয় রাখতে চাই না।’









