এখনও গ্রীষ্মকাল শুরু না হলেও বাইরে রোদের তাপ প্রচণ্ড। এমনকি অতিরিক্ত রোদে গাড়ি পর্যন্ত হয়ে উঠে উত্তপ্ত। সেই উত্তাপ কমাতে বেগ পেতে হয় গাড়ির এসিরও।
গরমকালে বেশি সময় রোদ লাগলে গাড়ির ভিতরটা এমনিতেই উত্তপ্ত হয়ে ওঠে। অভিজ্ঞরা বলছেন, সানগ্লাসের মতো নিত্য প্রয়োজনীয় এমন কিছু জিনিস রয়েছে, যা গাড়ির মধ্যে রাখলে বিস্ফোরণের শঙ্কা অনেকাংশে বেড়ে যায়।
যেসব জিনিস গরমকালে গাড়িতে রাখবেন না:
১। সানগ্লাস
রোদ থেকে বাঁচতে চোখে সানগ্লাস পরেন। মাঝেমধ্যে চোখ থেকে খুলে গাড়ির ড্যাশবোর্ডের উপর রেখেও দেন। তবে বেশির ভাগ সানগ্লাস ফ্রেম প্লাস্টিক দিয়ে তৈরি হয়। সারা দিন রোদের মধ্যে সেই চশমা রেখে দিলে গরমে তা গলে যেতে পারে। সেখানে থেকে বিপত্তি ঘটা অসম্ভব নয়।
২) লাইটার
ধূমপান করা যাদের অভ্যাস, আগুন ধরানোর যন্ত্র সঙ্গে না নিয়ে তারা বাইরে বেরোন না। গাড়ির আসনে বসার সময়ে অনেকেই ট্রাউজ়ারের পকেটে থাকা দেশলাই বা লাইটারটি বের করে গাড়ির ড্যাশবোর্ডের উপর রেখে দেন। দীর্ঘ ক্ষণ রোদের মধ্যে লাইটার বা দেশলাই রেখে দিলে আগুন ধরে যেতেই পারে।
৩) বিয়ারের বোতল
অফিস থেকে ফেরার সময়ে মদের দোকানে লাইন দেয়ার ধৈর্য থাকবে না। তাই যাওয়ার সময়েই বেশ কয়েকটি বিয়ারের বোতল কিনে গাড়ির মধ্যে রেখে দেবেন বলে ঠিক করেছেন। তবে সাবাধান! বিয়ার আসলে কার্বোনেটেড পানীয়, এর মধ্যে অ্যালকোহলও থাকে। তাই অতিরিক্ত রোদ পেলে বোতল ফেটে বিপত্তি ঘটতেই পারে।
৪) মেকআপ প্রসাধনী
এমন কিছু প্রসাধনী রয়েছে, যেগুলো গাড়ির মধ্যে রেখে দিলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। অতিরিক্ত রোদ লাগলে লিপস্টিক গলে যেতেই পারে। আবার, সুগন্ধি দ্রব্য রোদে রেখে দিলে তার গন্ধ একেবারেই উবে যায়।
৫) স্যানিটাইজার
যখন তখন জল দিয়ে হাত ধুতে পারেন না। তাই সুবিধের জন্য অনেকেই গাড়ির মধ্যে স্যানিটাইজার রাখেন। স্যানিটাইজারের মধ্যেও কিন্তু অ্যালকোহল থাকে। রোদ লাগলে বিস্ফোরণ ঘটতেই পারে।







