বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) মিডিয়া কাপ ক্রিকেটে শুভ সূচনা করেছে চ্যানেল আই। আসরের প্রথম ম্যাচে তারা হারিয়েছে দৈনিক কালবেলাকে। জয়ে শেষ ষোলোতে খেলা নিশ্চিত হয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচসেরার পুরস্কার হাতে তুলেছেন সুব্রত গাইন।
মওলানা ভাসানী স্টেডিয়ামে টসে হেরে আগে বল করতে নামে তারিকুল ইসলাম মাসুমের দল। আগে ব্যাট করা কালবেলা ৪.৫ ওভারে ৪০ রানে ৫ উইকেট হারিয়ে অলআউট হয়। দুর্দান্ত বল করেন সুব্রত, ১.৫ ওভারে ৯ রানে ২ উইকেট শিকার করেন।
জবাবে নেমে ২.১ ওভারে কোন উইকেট না হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। দুই ওপেনার নীলাদ্রি শেখর ও রাহুল রায় অপরাজিত থাকেন। ৫ উইকেটের বড় জয়ে আসর শুরু করে চ্যানেল আই।









