Site icon চ্যানেল আই অনলাইন

বহু সাফল্য কুড়িয়ে ঘরে ফিরছেন সুয়ারেজ

Advertisements

লুইস সুয়ারেজ কাতার বিশ্বকাপের আগে তিন মাসের জন্য তার প্রথম ক্লাব উরুগুয়ের ন্যাসিওনালে যোগ দিচ্ছেন। সেজন্য প্রাথমিক চুক্তিও সেরে ফেলেছেন।

৩৫ বর্ষী স্ট্রাইকার গত মৌসুম শেষে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে নতুন ক্লাব খুঁজছিলেন। জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তারকা চতুর্থবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামার জন্য নিজেকে প্রস্তুত রাখছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে সুয়ারেজ বলেছেন, ‘ন্যাসিওনালে যোগদানের জন্য একটি প্রাক-চুক্তিতে পৌঁছেছি। আশা করি দ্রুতই আনুষ্ঠানিকভাবে চুক্তিটি সম্পূর্ণ হবে।’

২০০৫ সালের মে মাসে ১৮ বছর বয়সে সুয়ারেজ ন্যাসিওনালের জার্সিতে ক্যারিয়ার শুরু করেছিলেন। পরের মৌসুমে নেদারল্যান্ডসের ক্লাব গ্রোনিংজেনে যান। তার এক বছর পর নাম লেখান আয়াক্সে।

আয়াক্সে ১১০ ম্যাচে ৮১ গোল করার পর লিভারপুলের নজর কেড়েছিলেন। তিন মৌসুম অ্যানফিল্ডে কাটানোর পর ৮০ মিলিয়ন ইউরোয় সুয়ারেজকে নিয়ে আসে বার্সেলোনা।

কাতালান ক্লাবটিতে ক্যারিয়ারের সবচেয়ে মধুর সময় পার করেছেন সুয়ারেজ। স্প্যানিশ লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ-সহ জিতেছেন বহু ট্রফি। মেসি-নেইমারের সাথে মিলে বার্সার আক্রমণভাগের ভয়ঙ্কর জুটি ‘এমএসএন’র অংশ ছিলেন।

Exit mobile version