মেজর লিগ সকার জয়ের পর বেশ ভালো সময় পার করছে ইন্টার মিয়ামি। এক সপ্তাহ আগে রেগুইলনের মিয়ামিতে আসা নিশ্চিত হওয়ার পর রদ্রিগে ডে পলের সাথে হয়েছে নতুন দফারফা। এবার ২০২৬ সাল পর্যন্ত বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিদের সাথে থেকে যাবেন লুইস সুয়ারেজ।
স্পেনের তারকা জুটি জর্ডি আলবা ও সার্জিও বুসকেটসের বিদায় ঘোষণার পর উরুগুয়ে তারকার ভবিষ্যৎ বেশ খানিকটা ঝুলে গিয়েছিল। দুই সপ্তাহ পর অর্থাৎ ২০২৫ সালে ৩১ ডিসেম্বর সুয়ারেজের সাথে শেষ হবে মিয়ামির চুক্তি। কিন্তু আপাতত উরুগুয়েতে ফিরে যাওয়া হচ্ছে না ৩৮ বর্ষী তারকার।
মৌসুমের শেষ দিকে নিষেধাজ্ঞা কাটিয়ে আসার পর ন্যাশভিলে এবং সিনসিনাতির বিপক্ষে বেঞ্চে ছিলেন সুয়ারেজ। এরপর সেমিফাইনালে নিউইয়র্ক সিটির ম্যাচে বদরি হিসেবে নেমেছিলেন। ভ্যাঙ্কুভারের বিপক্ষে ফাইনালে না খেলার পরও ইন্টার মিয়ামির সফল মৌসুমে দারুণ ভূমিকা ছিল সুয়ারেজের।
এ মৌসুমে লুইস সুয়ারেজ ইন্টার মিয়ামির হয়ে ৫০টি ম্যাচ খেলেছেন যার মধ্যে ৪৭টি শুরুর একাদশে ছিলেন। সবমিলে করেছেন ১৭টি গোল, সমান ১৭টি অ্যাসিস্টও আছে তার নামের পাশে। গত মৌসুমে মিয়ামির হয়ে ৪৩টি গোল এবং ২৬টি অ্যাসিস্টসহ মেসির পর সবচেয়ে বেশি গোল করেছেন।
গুঞ্জন ছিল জার্মানির তারকা স্ট্রাইকার টিমো ভার্নার মিয়ামিতে যোগ দিতে চেজ স্টেডিয়ামে আসছেন। তবে নতুন চুক্তি করায় আপাতত আর মিয়ামিতে দেখা যাওয়ার সম্ভাবনা কম ভার্নারের।









