শাস্তি আর বিতর্ক লুইস সুয়ারেজের সঙ্গ ছাড়ছেই না। চলতি মৌসুমে মেজর লিগে লিগস কাপ ফাইনালে বিতর্কিত ঘটনার জেরে ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। রেশ কাটতে না কাটতে মাঠের অনাকাঙ্ক্ষিত কাণ্ডে আবারও নিষিদ্ধ হলেন উরুগুইয়ান তারকা।
নতুন শাস্তিতে এক ম্যাচ খেলতে পারবেন না সুয়ারেজ। ন্যাশভিলের বিপক্ষে প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্টার মিয়ামি পাচ্ছে না তাকে। মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি তাকে শাস্তি দিয়েছে।
সুয়ারেজ নতুন শাস্তিটি পেলেন ন্যাশভিলের বিপক্ষেই প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ঘটনায়। ম্যাচের ৭১ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার অ্যান্ডি নাজারকে লাথি মেরে বসেন। বলের সাথে কোন সংযোগ না থাকায় অফ দ্য বল ঘটনার পর্যালোচনা করে তাকে শাস্তি দেয়া হয়েছে। আগেও বিতর্কিত কর্মকাণ্ডে লিভারপুল, আয়াক্স ও উরুগুয়েতে নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি।
যদিও ম্যাচ চলাকালীন সময়ে রেফারি ফাউল দেননি, এমনকি কোন কার্ড না দেখালেও সেসময় পার পেয়ে যান তিনি।
দ্বিতীয় রাউন্ডের ওই ম্যাচে ২-১ ব্যবধানে জয়ের পর প্লে-অফের সিরিজ তৃতীয় ম্যাচ পর্যন্ত নিয়ে গেছে ন্যাশভিল। প্রথম রাউন্ডে ৩-১ গোলে জয় পেয়েছিল মিয়ামি।









