দক্ষিণের সুপারস্টার বিজয় সেতুপতির নতুন ছবি ‘বিদুথালাই’-এর শুটিং সেটে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল স্টান্টম্যানের।
তামিল ‘বিদুথালাই’-এর একটি দৃশ্যের শুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়েন স্টান্টম্যান এস সুরেশ। জানা যাচ্ছে, ২০ ফুট উঁচু একটি ক্রেন থেকে দড়ির সাহায্যে ঝুলছিলেন সুরেশ। ছবির দৃশ্য অনুযায়ী স্টান্টম্যানকে একটি অস্থায়ী ব্রিজের উপর থাকা ট্রেনের ছাদে ঝাঁপ দিতে হতো। সুরেশ ঝাঁপ দিতেই ছিঁড়ে যায় দড়ি এবং ২০ ফুট নীচে পড়ে যান তিনি। তাকে দ্রুত চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে মৃত্যু হয় সুরেশের।
গত শনিবার সকালে ঘটেছে এই ঘটনা। ৫৪ বছর বয়সী স্টান্টম্যানের মৃত্যুর ঘটনায় ওত্তেরি পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক স্টান্টম্যান।
‘বিদুথালাই’ পরিচালনা করছেন ভেট্রিমারান। এই ছবিতে বিজয় সেতুপতি ছাড়াও আছেন সুরি।
সূত্র: হিন্দুস্তান টাইমস







