চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেলানীসহ সকল সীমান্ত হত্যার বিচার চায় ছাত্রশিবির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
10:28 অপরাহ্ন 07, জানুয়ারি 2025
- সেমি লিড, রাজনীতি
A A
Advertisements

ফেলানী হত্যার দ্রুত বিচারসহ সকল সীমান্ত হত্যার বিচার চেয়েছে ইসলামী ছাত্রশিবির। ফেলানী হত্যা দিবসে এক বিবৃতিতে সংগঠনটি জানায়, বাবার হাত ধরে  নিজ দেশে ফেরার পথে নির্মমভাবে প্রাণ হারানো ১৫ বছর বয়সি ফেলানী খাতুন, কিংবা মায়ের সঙ্গে ভাইকে দেখতে ভারতে যাওয়ার পথে ১৪ বছর বয়সি স্বর্ণা দাস, অথবা অবৈধ অনুপ্রেবশের অজুহাতে সীমান্তে বিএসএফ-এর হাতে বিনাবিচারে সকল বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ফেলানী হত্যা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ দাবি করেন।

নেতৃবৃন্দ বলেন, আজ ৭ জানুয়ারি, ফেলানী খাতুন হত্যার ১৪তম দিবস। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে নির্মমভাবে প্রাণ হারায় ১৫ বছর বয়সি কিশোরী ফেলানী খাতুন। সীমান্তের কাঁটাতারে ঝুলন্ত ফেলানীর লাশের বিভীষিকাময় দৃশ্য আজও আমাদের হৃদয়ে গভীর ক্ষতচিহ্ন হয়ে আছে।

ছাত্রশিবির বিবৃতিতে জানায়, আজ ১৪ বছর পরেও ফেলানী হত্যার বিচার না হওয়া আমাদের জাতীয় ব্যর্থতা এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতের আধিপত্যবাদের নির্মম চিত্র তুলে ধরে। আমরা আর এই ব্যর্থতার দায় বহন করতে চাই না। বাবার হাত ধরে  নিজ দেশে ফেরার পথে নির্মমভাবে প্রাণ হারানো ১৫ বছর বয়সি ফেলানী খাতুন, কিংবা মায়ের সঙ্গে ভাইকে দেখতে ভারতে যাওয়ার পথে ১৪ বছর বয়সি স্বর্ণা দাস, অথবা অবৈধ অনুপ্রেবশের অজুহাতে সীমান্তে বিএসএফ-এর হাতে বিনাবিচারে সকল বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই।

নেতৃবৃন্দ বলেন, গত ১৫ বছরে সীমান্তে ছয় শতাধিক বাংলাদেশিকে হত্যার খবর বিভিন্ন সংস্থা ও গণমাধ্যমে উঠে এসেছে। দীর্ঘদিন ধরে সীমান্ত হত্যা শূন্যে নামানোর দাবি জানানো হলেও ভারত তাতে কর্ণপাত করেনি। বিএসএফ ও বিজিবির সীমান্ত সম্মেলন বা পতাকা বৈঠকে বারবার গুলি না চালানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। এতে বিগত বাংলাদেশের সরকারের নতজানু পররাষ্ট্রনীতির ব্যর্থতা স্পষ্ট, যা দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ অক্ষম প্রমাণিত হয়েছে।

তারা আরও বলেন, বিগত ষোলো বছরে ভারত বাংলাদেশকে একপ্রকার উপনিবেশের মতো ব্যবহার করেছে। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে পদদলিত করে ভারতীয় আধিপত্যবাদী আচরণের যে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে, ক্ষমতা টিকিয়ে রাখতে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে তাদের অন্ধভাবে সমর্থন দিয়ে যাওয়া ভারতের সকল অন্যায়কে বারবার প্রশ্রয় দিয়ে এসেছে।

মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদনের বরাতে ছাত্রশিবিরের বিবৃতিতে বলা হয়, বিএসএফ ২০০৯ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত মোট ৫৮৮ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে। এই সময়ে আহত হয়েছে আরও ৭৭৩ জন বাংলাদেশি নাগরিক। প্রতিবেদন অনুযায়ী, সীমান্তে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ২০০৯ সালে। ওই বছর বিএসএফের হাতে মোট হতাহতের শিকার হন ১৭৫ জন বাংলাদেশি নাগরিক। সেই সাথে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্টস স্যোসাইটি (এইচআরএসএস)-এর রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’ (বিএসএফ) কর্তৃক ৫৭টি হামলার ঘটনায় ২৬ জন বাংলাদেশি নিহত এবং ২৫ জন আহত, গুলিবিদ্ধ ৪৭ ও ১৫৮ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময়ে ভারতীয় সীমান্তে আরও ৯ জন বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। তবে, আজকের বাংলাদেশ সেই আগ্রাসন আর মেনে নিতে প্রস্তুত নয়। আমরা একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। ফেলানী খাতুনসহ সীমান্তে নিহত সকল বাংলাদেশি নাগরিকের জন্য আমরা ন্যায়বিচার চাই।

নেতৃবৃন্দ আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক সম্মান, ন্যায্যতা এবং সহযোগিতার ভিত্তিতে। আধিপত্যবাদী আচরণ কোনো স্বাধীন রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, সীমান্তে হত্যার স্থায়ী অবসান ঘটানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। ফেলানী হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন এবং ভবিষ্যতে এ ধরনের অমানবিক হত্যাকাণ্ড রোধে দুই দেশের মধ্যে সুস্পষ্ট ও কার্যকর নীতিমালা প্রণয়ন করুন। সীমান্তে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষাই বাংলাদেশের জনগণের একান্ত দাবি।

ট্যাগ: ছাত্রশিবিরফেলানী হত্যাহিউম্যান রাইটস সাপোর্টস স্যোসাইটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টানা তৃতীয় হার সিলেটের, বরিশালের তৃতীয় জয়

পরবর্তী

আ.লীগের লোক সরিয়ে বিএনপি-জামায়াতের লোক বসালে বিপ্লবের সুফল পাওয়া যাবে না : ব্রিটিশ এমপি রূপা হক

পরবর্তী

আ.লীগের লোক সরিয়ে বিএনপি-জামায়াতের লোক বসালে বিপ্লবের সুফল পাওয়া যাবে না : ব্রিটিশ এমপি রূপা হক

‘ডিজিএফআই-এনএসআই’র মতো সংস্থাকে সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে দেয়া হবে না’

সর্বশেষ

যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র

জানুয়ারি 24, 2026

আন্তর্জাতিক শিক্ষা দিবস: তরুণদের শক্তি ও শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ গঠনের গুরুত্ব

জানুয়ারি 24, 2026

সারা দেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

জানুয়ারি 24, 2026
সৌদির দাবি, তাদের আড়াই ট্রিলিয়ন ডলারের বিরল খনিজ সম্পদ রয়েছে

আড়াই ট্রিলিয়ন ডলারের বিরল খনিজ সম্পদ মজুদের দাবি সৌদি আরবের

জানুয়ারি 24, 2026

রানে সর্বোচ্চ ইমন, উইকেটে শীর্ষে শরিফুল

জানুয়ারি 23, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version