সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় চিহ্নিত মাদক কারবারিদের দ্বারা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি)-এর এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণ অবস্থান কর্মসূচি করেছে বিইউপি, ম্যারিটাইম ও এমআইএসটির শিক্ষার্থীরা।
রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা একটি মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্ত্বরের একাংশ অবরোধ করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
জানা যায়, গত বুধবার বিকালে প্রাইভেট পড়িয়ে বাসায় ফেরার পথে বিইউপির ওই শিক্ষার্থীকে মাদকাসক্ত সোহেল, বিপ্লব ও মিঠু রোজারিও গোয়ালপাড়া এলাকার একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। প্রথমে সম্মানহানির আশঙ্কায় ভুক্তভোগী বিষয়টি কাউকে জানাননি বলে জানা গেছে।









