ছাত্রদের উপদেষ্টা হওয়ার বিষয়ে সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, আমি বিশ্বাস করি ছাত্রদের এই সরকার যাওয়া (উপদেষ্টা হওয়া) ভুল হয়েছে। আমরা সবসময় দেখতে চাই দেশে একটা গোষ্ঠী থাক। ছাত্রনেতারা, তারা থাকবে নির্লোভ, তাদের মধ্যে কোনো লোভ থাকবে না ক্ষমতার। এরকম একটি গোষ্ঠী থাক। সেই ছাত্রদের মধ্যেই যখন দেখি ক্ষমতায় লোভ তখন মনে কষ্ট হয়।
আজ বুধবার ৩০ এপ্রিল বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যখন পত্র-পত্রিকায় দেখি আমাদের ছোট ভাইয়ের পিএস, এপিএসরা দুর্নীতি করে তখন কষ্ট লাগে। এপিএসরা যদি এতো টাকা কামায় তাইলে পিএসরা কী করেছে? যখন আমাদের ছোট ভাইদের মানুষ তীর্যক দৃষ্টিতে দেখে তখন মনে কষ্ট লাগে। যারা ছাত্রদের ক্ষমতায় বসিয়েছে তারা দেশের অনেক বড় ক্ষতি করেছে। আমরা আগে জানতাম বিপ্লব নাকি তার সন্তানদের খেয়ে ফেলে। এখন দেখি উল্টা। সন্তানরাই বিপ্লব খেয়ে ফেলার অবস্থা তৈরি করেছে।
তিনি আরও বলেন, আমরা নির্বাচন চাই, এটা বড় অন্যায় হয়ে গেল। রাজনৈতিক দল কী চায়? নির্বাচন চায়। আমরা পলিটিশিয়ান। আমরা কী চাই, আমরা কী টাকা চাই, আমরা কী সম্পত্তি চাই। আমরা চাই জনগণের ভালোবাসা এবং একটি সুষ্ঠু নিরেপক্ষ নির্বাচন। এটা কি অন্যায়। নির্বাচন চাইলেই বলে বিএনপি ক্ষমতায় যেতে ব্যস্ত হয় গেছে। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সমস্যা কোথায়। নাকি নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় চলে যাবে এই জন্যই নির্বাচনের বিরোধীতা করছেন।









