সরকারি চাকরিতে কোটা বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন।
আজ রোববার সন্ধ্যা ৭টায় অবরোধ তুলে নেন তারা। পরে সায়েন্সল্যাব ও নীলক্ষেত সড়কে যান চলাচল শুরু হয়। তবে দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ থাকায় যানজট তৈরি হয়েছে।
সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, কোনো ধরনের হামলা-মামলার ভয় দেখিয়ে শিক্ষার্থীদের এই আন্দোলন থামানো যাবে না। আমরা কোটার মধ্যে যে বৈষম্যে তৈরি করা হচ্ছে সেই বৈষম্যের বিরুদ্ধে।
নাজমুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলমান আন্দোলনের পরবর্তী যেই কর্মসূচি ঘোষণা করা হবে আমরা সেই অনুযায়ী আগামীকাল কর্মসূচি পালন করবো। সারাদেশের ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে এ কর্মসূচি পালন করা হবে।
এদিন বিকেল পৌনে ৬টায় রাজধানীর বাংলামোটর অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ-নীলক্ষেতের পর বাংলামোটর মোড় অবরোধ করেন তারা। বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে বিকেলে শাহবাগ অবরোধের পাশাপাশি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তাও অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ।
এরআগে রোববার দুপুর ২টায় প্রথমে ঢাকা কলেজের কোটাবিরোধী আন্দোলনকারীরা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে। এসময় তারা কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এর কিছু সময় পরেই বিকাল ৩টায় ইডেন কলেজ থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেন কোটাবিরোধী আন্দোলনের ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। বিকাল ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইডেন মহিলা কলেজের নারী শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করে রাখে। এসময় রাস্তার দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীদের একটি অংশ চানখারপুল মোড় সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের উঠার ও নামার র্যাম বন্ধ করে দেয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।









