নির্বাচন কমিশন (ইসি) ও নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
আজ (২৬ নভেম্বর) মঙ্গলবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে মতবিনিময় সভায় নির্বাচনে যেন স্বচ্ছতা বজায় থাকে, সে বিষয়ে সংস্কারের আহবান জানান শিক্ষার্থীরা।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আবার যেন কোন স্বৈরাচার ক্ষমতায় না আসে, সে জন্য সংস্কার প্রয়োজন। যারা অন্যায় করেছে, সরকার তাদের বিচার করবে বলে আশা করেন তিনি।
এসময় জনগণের ভোটের আগ্রহ বাড়াতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়ার জানান মতবিনিময় সভায় অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।









