ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) শিক্ষা ক্যাডারে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অন্য বিভাগ যুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করে আজ রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় শাহবাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন।
শনিবার (৯ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা ভিসি চত্বর থেকে মিছিল বের করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, পিএসসির কাছে দেওয়া এক প্রস্তাবে সামাজিক বিজ্ঞান অনুষদের কয়েকটি বিভাগ রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে মার্জ করার সুপারিশ করা হয়েছে। তাদের দাবি, এই প্রস্তাব রাষ্ট্রবিজ্ঞানের শতবর্ষের ঐতিহ্য, স্বতন্ত্র মর্যাদা ও পেশাগত পরিসরে সরাসরি হস্তক্ষেপ।
বক্তারা বলেন, রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যসূচি, গবেষণার ক্ষেত্র ও একাডেমিক কাঠামো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অন্য বিভাগের সঙ্গে মার্জ হলে শিক্ষা ক্যাডারের প্রতিযোগিতার পরিবেশ ও যোগ্যতার মান ক্ষতিগ্রস্ত হবে। তারা প্রত্যেক বিভাগকে নিজস্ব ও স্বতন্ত্র শিক্ষা ক্যাডার দেওয়ার দাবি জানান।
ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরাও একই অভিযোগ তুলে ধরে শাহবাগ অবরোধ কর্মসূচিতে সংহতি জানানোর ঘোষণা দিয়েছেন।









