সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম প্রান্তে স্থায়ী ক্যাম্পাসের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (ডিপিপি) অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ১৪ আগস্ট সকাল থেকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ঢাকা-উত্তরবঙ্গমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের ভোগান্তি বাড়ে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রতিশ্রুতি দেয়া হলেও ডিপিপি অনুমোদন না হওয়ায় প্রকল্পের কাজ শুরু হয়নি। অবিলম্বে ডিপিপি অনুমোদন দিয়ে ক্যাম্পাস নির্মাণ কার্যক্রম শুরু না করলে আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা চালানো হচ্ছে।









