চাঁদপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে জেলা ছাত্রলীগের নেতা এবং সমর্থকরা। এতে আহত হয়েছে বেশ কয়েকজন।
আজ বুধবার ১৭ জুলাই চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে কোটা সংস্কারের পক্ষে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে।
মিছিলটি শহরের মিশিন রোড সড়ক ও স্টেডিয়াম রোড সড়ক পদক্ষিণ করে বাস স্ট্যান্ড পর্যন্ত আসলে বাধার মুখে পড়ে জেলা ছাত্রলীগ কর্মীদের। এরপর দফায় দফায় কয়েকবার সংঘর্ষ হয় কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীদের সাথে। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এসময় ছাত্রলীগের কর্মীদের হামলায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়।









