ভারতীয় পানি আগ্রাসনের ফলে ডুবেছে পুরো ফেনী জেলাসহ আশপাশের জেলাগুলো । প্রতিবাদে ‘স্ট্রাইক ফর ওয়াটার জাস্ট্রিজ’ কর্সসূচি পালন করেছে ফেনীবাসী।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ফেনী শহরের ট্রাংক রোডে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে চলে কর্মসূচি।
ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশের দিকে বাঁধ কেটে দিয়ে ফেনীসহ আশপাশের জেলা ডুবানোর প্রতিবাদ, বন্যায় ক্ষতিগ্রস্তদের যথায়ত ক্ষতিপূরণ আদায়, পানির ন্যায্য হিস্যা আদায় ও দ্রুত মুছাপুরে ক্লোজার পুননির্মাণসহ বিভিন্ন দাবিতে স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস কর্মসূচি করেছে বন্যাদুর্গত ফেনীবাসী। তোলা হয়েছে ১১ দফা দাবি।
উক্ত কর্মসূচিতে ফেনীর নাগরিক সমাজ এবং পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নেন।









