২০১৮ সালে মুক্তি পেয়েছিল হরর কমেডি সিনেমা ‘স্ত্রী’। যা দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছিল। এরপরে ৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছর মুক্তি পায় ‘স্ত্রী’ ছবির দ্বিতীয় অংশ। আর সেই সিনেমার গগনচুম্বী সাফল্যের পর এটির পরের পার্ট নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকের মধ্যে। এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন শ্রদ্ধা।
শুধু তাই নয়, ‘স্ত্রী ২’র সাফল্যের কৃতিত্ব কার প্রাপ্য তা নিয়েও কথা বলতে শোনা গেল তাকে। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে, শ্রদ্ধা পুরো কাস্ট এবং ক্রুদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করে জোর দিয়েছিলেন যে ছবিটির সাফল্য গোটা দলের প্রাপ্য। ‘স্ক্রিন লাইভ’ সেশনে অভিনেত্রী আরও প্রকাশ করেছেন যে ‘স্ত্রী থ্রি’র কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যেখানে বরাবরের মতই রাজকুমার রাওকে দেখা যাবে।
ফ্র্যাঞ্জাইজিটির সাফল্য সম্পর্কে কথা বলতে গিয়ে শ্রদ্ধা বলেছিলেন, ‘প্রথম অংশটি নিয়ে যে ধরনের ভালবাসা এবং প্রশংসা পেয়েছিলাম তা অপরিসীম। শুরুটা হয়েছিল সেখান থেকেই। পরিচালক, লেখক ও প্রযোজককে কুর্নিশ জানাই সিকুয়েল তৈরির জন্য। তবে শুধুমাত্র সিকুয়েল বানানো গুরুত্বপূর্ণ নয়, মানুষকে প্রেক্ষাগৃহে নিয়ে আসতে এবং সত্যিকারের প্রশংসা অর্জন করতে আপনার দরকার নতুনত্বের। কীভাবে সিকুয়েল তৈরি করা উচিত সেটি প্রমাণ করেছে ‘স্ত্রী’ ও ‘স্ত্রী ২’ এর সাফল্য। এতে বিনোদনের সমস্ত উপাদান ছিল, ভালো অভিনেতারা ছিলেন এবং সত্যিকারের বিনোদনমূলক সংলাপ ছিল। আমি বিশ্বাস করি এটি একটি অসাধারণ টিম ওয়ার্ক।’
এসময় শ্রদ্ধাকে ‘স্ত্রী থ্রি’ সম্পর্কে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি ভাগ করে নেন যে পরিচালক অমর কৌশিক ইতিমধ্যে ‘স্ত্রী থ্রি’ এর জন্য একটি গল্প তৈরি করে ফেলেছেন। ‘যখন অমর স্যার আমাকে বললেন যে ‘স্ত্রী থ্রি’-এর জন্য তার একটি গল্প রয়েছে, তখন আমি খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম কারণ আমি জানি এটি আশ্চর্যজনক কিছু হতে চলেছে। গল্পটা শোনার জন্য আমি যেন আর অপেক্ষা করতে পারছি না।’, জানান শ্রদ্ধা।
২০২৪ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী ২’। যেটি বক্স অফিসে ‘অ্যানিমেল’, ‘পাঠান’, ‘জওয়ান’র মত ব্লকবাস্টার হিট ছবিকেও টেক্কা দিয়েছে।- এনডিটিভি









