বক্স অফিস কাঁপাচ্ছে ‘স্ত্রী টু’। বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়ে অমর কৌশিক পরিচালিত ৩০ কোটি বাজেটের এই ছবিটি দুই দিনেই প্রায় ১০০ কোটি আয় করেছে।
শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ছবি বছরের সবচেয়ে বড় হিট হওয়ার পথে এগিয়ে চলছে। এই ছবিতে অভিনয় করার জন্য কোন তারকা কত পারিশ্রমিক পেয়েছেন, জেনে নেয়া যাক।
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা। প্রথম পর্বে ‘স্ত্রী’র কবল থেকে চান্দেরীকে রক্ষা করেন তিনি। এবার লড়াই স্কন্ধকাটার সঙ্গে। এই ছবিতে অভিনয়ের জন্য শ্রদ্ধা পেয়েছেন ৫ কোটি রুপি।
ছবিতে ভিকির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করছেন অভিনেতা রাজকুমার রাও। তার পারিশ্রমিক শ্রদ্ধার তুলনায় ১ কোটি বেশি। তিনি নিয়েছেন ছয় কোটি।
ছবিতে রাজকুমারের দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা পেয়েছেন ৭০ লক্ষ ও ৫৫ লক্ষ রুপি।
ছবির প্রথম পর্বে রুদ্র ভাইয়ার চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। এই ছবির জন্য তিনি পেয়েছেন ৩ কোটি রুপি।
ছবিতে বরুণ ধাওয়ানকে পর্দায় দেখা গেছে খুব অল্প সময়। আর এইটুকু সময়ের জন্য তিনি নিয়েছেন প্রায় ২ কোটি রুপি।
সূত্র: হিন্দুস্তান টাইমস









