মিরপুর ডিওএইচএস পরিষদের সহযোগিতায় প্রাণি কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন মিরপুর ডিওএইচএস অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি (এমডিএডব্লিউএস) পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও টিকাদান কর্মসূচি শুরু করেছে।
সোমবার ৩ নভেম্ভর মিরপুর ডিওএইচএস অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার মিরপুর ডিওএইচএস-এর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও টিকাদান কর্মসূচির পঞ্চম রাউন্ডের প্রথম দিনের কার্যক্রম শুরু করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মানবিক ও সহানুভূতিশীল সমাজ গঠনের লক্ষ্যে এই উদ্যোগের মাধ্যমে প্রাণিদের প্রতি নিরাপদ, সুরক্ষিত এবং মর্যাদাপূর্ণ আচরণ নিশ্চিত করাই এমডিএডব্লিউএস এর উদ্দেশ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত চারটি সফল সিএনভিআর (ক্যাচ–নিউটার–ভ্যাকসিনেট–রিলিজ) রাউন্ডের মাধ্যমে মিরপুর ডিওএইচএস এলাকায় শতাধিক পথকুকুরকে টিকাদান ও বন্ধ্যাত্বকরণের আওতায় আনা হয়েছে।
আজকের প্রথম দিন ১২টি পথকুকুরকে বন্ধ্যাত্বকরণ ও টিকাদানের জন্য স্হানীয় একটি ভেটেনারি ক্লিনিকে পাঠানো হয়ছে। এই রাউন্ড নভেম্বর মাসে মোট ৪ দিন চলবে, যেখানে প্রায় ৫৬টি পথকুকুরকে এই সেবার আওতায় আনা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ কর্মসূচির সফল বাস্তবায়নে মিরপুর ডিওএইচএস পরিষদ, মিরপুর ডিওএইচএস ইয়ুথ সোসাইটি, স্বেচ্ছাসেবী ও মিরপুর ডিওএইচএস-এ বসবাসরত সকলের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এমডিএডব্লিউএস।









