আদালতে ফৌজদারি মামলার শুনানিতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন সম্পর্ক করার পর সেই বিষয়ে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেয়া বিষয়ে সাক্ষ্য দিয়েছেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস।
মঙ্গলবার (৭ মে) ম্যানহাটনের আদালতে ২০০৬ সালের স্টর্মির সাথে ঘটা যৌন হয়রানির বিষয়ে মুখ বন্ধ রাখতে ঘুষ দেয়া হয় তাকে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তুলা হয়েছে, ২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেয়া হয়।
আদালতকে স্টর্মি বলেন, ২০১৬ সালে নির্বাচনে এই ঘটনা বিষয়ে মুখ বন্ধ রাখতে ট্রাম্পের সাথে আমার যে চুক্তি হয়েছে সেই টাকা আমাকে সম্পূর্ণ দেয়া হয়নি। তাই আমি চুক্তি প্রত্যাহার করেছি। আমার আইনজীবীরা ট্রাম্পের আইনজীবীদের সাথে যোগাযোগ করে। এই বিষয়ে সংবাদমাধ্যমেও কথা বলেছি আমি। পরবর্তীতে আবার চুক্তির হলে আমি সেখানে স্বাক্ষর করি।
আদালতে স্টর্মি ড্যানিয়েলসের সাক্ষ্য দেয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে স্টর্মির অভিযোগের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখাননি ট্রাম্প।
আদালতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ট্রাম্পের একটি পোস্ট পড়ে শুনিয়েছেন স্টর্মি। পোস্টে ট্রাম্প লিখেন, স্টর্মির মুখ দেখতে অনেকটা ঘোড়ার মতো। ট্রাম্প এমন কথা এরআগেও অনেক বার বলার অভিযোগ করেন স্টর্মি।
স্টর্মি বলেন, ট্রাম্প আমাকে তার হোটেলে ডাকে যেখানে আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তবে ট্রাম্পের দাবি, স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে এমন কখনো ঘটেনি।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ট্রাম্প। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ট্রাম্পের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়।









