ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে কুয়াশা বেড়ে যাওয়ায় যমুনা সেতু ব্রিজ থেকে এলেঙ্গা পর্যন্ত ১৪কিলোমিটার সড়কে উভয় পাশেই ধীরগতিতে চলাচল করছে যানবাহনগুলো।
চালক ও যাত্রীরা জানান, মধ্যরাত থেকে কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় ধীরগতিতে যানবাহন চালাতে হচ্ছে। সাড়ে ৫ ঘণ্টা সময়েও ১৪ কিলোমিটার রাস্তা পার হতে পারেননি। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
এদিকে, কাচামালবাহী গাড়িগুলো সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় লোকসানের শঙ্কা করছেন ব্যবসায়ীরা।
যমুনা পূর্ব থানার এসআই তাহেরুল ইসলাম জানান, কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। কিন্তু মধ্যরাত থেকে হঠাৎ করে কুয়াশা তীব্র আকার ধারন করায় গাড়ি স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না।
তাছাড়া চালকরা উল্টাপাল্টাভাবে এক লেনের গাড়ি অন্য লেনে ডুকিয়ে দেয়ায় মহাসড়কে থেকে থেকে যানবাহন চলাচল করছে। মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।









