বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচে হিপের ইনজুরির কারণে খেলতে পারেননি ইংলিশ তারকা বেন স্টোকস। শনিবার চতুর্থ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবেন বিশ্বজয়ী পেস অলরাউন্ডার। স্টোকস তার সুস্থ্যতার কথা নিজেই জানিয়েছেন।
২০১৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর পর গত বছর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ৩২ বর্ষী বাঁহাতি অলরাউন্ডার। তবে বিশ্বকাপের আগে অবসর ভেঙ্গে আবারও দলের সাথে যোগ দেন। কিন্তু প্রথম ম্যাচগুলো চোটে খেলতে পারেননি।
বিবিসি রেডিওতে সাক্ষাৎকারে স্টোকস জানান, ‘আসর শুরুর আগে এমন চোট বেশ হতাশার। কিন্তু আমি বেশ পরিশ্রম করেছি এটা থেকে ফেরার জন্য এবং নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করেছি।’
‘সবশেষ ম্যাচ খেলার পর কিছু দিন সময় পেয়েছিলাম এবং মুম্বাইয়ে এসে প্রথম সেশনে অনুশীলন করেছি। সবকিছু ঠিকঠাক। আমি বেশ ভালো আছি।’
তার উপর রাখা প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে স্টোকস বলেন,‘সত্যি কথা বলতে আমি এটি মোকাবেলা করতে পারি। আমি জানি দলীয় খেলায় আমি একজন ব্যক্তি মাত্র। কেউ দলের একজন ব্যক্তির দিকে তাদের অনুপ্রাণিত করার জন্য তাকিয়ে থাকে না।’
শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।








