পাকিস্তানে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন অস্ট্রেলিয়ার ডানহাতি পেস অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। আসর শুরুর আগে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৫ বর্ষী তারকা, জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টি-টুয়েন্টি ক্রিকেটে মনোযোগ দিতেই তার এ সিদ্ধান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি দলের জন্য বিকল্প খুঁজতে হচ্ছে অজিদের।
মার্কাস স্টয়নিস অবসরের ঘোষণায় বলেছেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলা অসাধারণ ব্যাপার। এ জার্সি গায়ে জড়াতে পেরে এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পেরে কৃতজ্ঞ। ক্রিকেটের সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করার বিষয়টি আমাকে সবসময় পুলকিত করবে।’
‘এমন সিদ্ধান্ত নেয়া মোটেও সহজ ছিল না, ক্যারিয়ারের পরবর্তী ধাপে যাওয়ার জন্য ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাওয়ার এটাই সঠিক সময়। অ্যান্ড্র ম্যাকডোনাল্ড থেকে দারুণ সমর্থন পেয়েছি এবং তার সমর্থনকে ভালোভাবে দেখছি।’
স্টয়নিসের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০১৫ সালে। এরপর অজিদের হয়ে মোট ৭১ ওয়ানডে খেলেছেন। তার সর্বোচ্চ রানের ইনিংসটি অপরাজিত ১৪৬, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৭ সালে করেছিলেন। এ সংস্করণে ১,৪৯৫ রান করার পাশাপাশি ৪৮ উইকেট শিকার করেছেন। ২০২৩ সালে ভারতে বিশ্বকাপজয়ী অজি দলের সদস্য তিনি। ২০১৮-১৯ সালে ওয়ানডের বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন।









