সরকার নির্ধারিত পরিমাণের বাইরে খাদ্যদ্রব্য মজুদ করলে যাবজ্জীবন কারাদ- এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে খাদ্যের ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদন দেওয়া এ আইন অনুযায়ী, খাদ্যমান পরিবর্তন, অতিরিক্ত মজুদ, কৃত্রিম উপাদান যোগ এবং খাদ্য নিয়ে ভুল তথ্য দিলে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করা হবে। মন্ত্রিসভায় নির্বাহী আদেশে ঈদের ছুটি একদিন বাড়ানো হয়েছে।







