জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কিত সম্প্রতি প্রকাশিত দুইটি প্রতিবেদন নিয়ে বিবৃতি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন (বিএএসএ)।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এই বিবৃতি জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন জেলায় জেলা প্রশাসক নিয়োগ, বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব পদে পদায়নসহ অন্যান্য পদে পদায়ন নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কিত সংবাদ ও তথ্য বিভিন্ন পত্র পত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে, যা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন (বিএএসএ) এর নজরে ও পর্যবেক্ষণে এসেছে। এ ধরনের সংবাদ প্রচারের পূর্বে সকল প্রকার তথ্য সার্বিকভাবে যাচাই-বাছাই না করে কিংবা ঘটনার অন্তর্নিহিত কারণ অনুসন্ধান না করেই কোন কোন মিডিয়ায় কখনও কখনও অতি উৎসাহিত হয়ে অতিরঞ্জিত সংবাদ ও তথ্য পরিবেশন করে প্রশাসন ক্যাডারের ভাবমূর্তি ক্ষুণ্ণকরণসহ ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফসল তথা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর কার্যক্রমকে বিতর্কিত করার প্রয়াসে লিপ্ত হয়েছে মর্মে প্রতীয়মান হচ্ছে।
এতে বলা হয়, দুর্নীতির সংবাদ সাক্ষ্য প্রমাণ দ্বারা সমর্থিত নয়, এরূপ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মোবাইলের স্ক্রিনশট বা কোন কোন ক্ষেত্রে অডিও রেকর্ড ব্যবহার করা হচ্ছে, যা বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কৃত্রিমভাবেও প্রস্তুত করা সম্ভব। ফলে সকল মিডিয়ার প্রতি যথাযথ সম্মান রেখেই বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন স্মরণ করিয়ে দিতে চায় যে, স্বৈরাচার সরকারের দোসররা এখনো সক্রিয় থেকে গোপনে নানা অপকৌশলে তথ্য বিভ্রাট ঘটিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিধায় সকলকে সতর্ক থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ৩ অক্টোবর ‘দৈনিক কালবেলা’ পত্রিকায় প্রকাশিত ‘আমার টাকা পয়সার প্রতি লোভ নেই, ৫ কোটি হলেই চলবে’ শীর্ষক পরিবেশিত সংবাদ এবং ‘ডিসি নিয়োগে লেনদেন ও প্রতিবেশী দেশের সম্পৃক্ততার কথোপকথন ফাঁস’ শীর্ষক শিরোনামে ‘দৈনিক নয়া দিগন্ত’ পত্রিকায় প্রকাশিত সংবাদ পর্যালোচনায় এবং সংশ্লিষ্ট পক্ষগণের সাথে কথা বলে জানা যায় পরিবেশিত সংবাদ উদ্দেশ্য প্রণোদিত এবং বস্তুনিষ্ঠ নয়। এ ধরনের অবাস্তব ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে শুধুমাত্র সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করা হয়নি বরং সিভিল প্রশাসন ও প্রশাসন ক্যাডারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রয়াস চালানো হয়েছে যা অত্যন্ত দুঃখজনক।
কোন নির্দোষ কর্মকর্তা যাতে কোন প্রচারমাধ্যম দ্বারা তথ্যপ্রযুক্তির অপব্যবহারের শিকার না হন এবং বিনা অপরাধে প্রশাসন সার্ভিসের সিনিয়র কর্মকর্তার চরিত্র হনন করা না হয় সেজন্য ঘটনার সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশন করতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এর পক্ষ হতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।
এতে আরও বলা হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এর ফলে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ পুননির্মাণ ও সংস্কারের লক্ষ্যে একটি উন্নয়নমুখী জনপ্রশাসন গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষ ইতিবাচক সংবাদ পরিবেশন করবেন বলে সকল মিডিয়ার প্রতি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এর পক্ষ হতে উদাত্ত আহ্বান থাকলো। আসুন আমরা শহীদদের আত্মত্যাগ এর প্রতি যথাযথ সম্মান রেখে দেশকে এগিয়ে নেয়ার শপথ করি।









