ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার বিষয়ে প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এছাড়া যুক্তরাষ্ট্র সফররত শামীম ওসমানের সঙ্গে বাকবিতণ্ডা ইস্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি কর্মীর নোয়াখালীর বাড়িতে হামলার বিষয়ও উঠে আসে আলোচনায়।
স্থানীয়সময় সোমবার (১৭ জুলাই) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার।
হিরো আলমের ওপর হামলা ও বিএনপি নেতার বাড়িতে হামলার বিষয়ে প্রশ্ন করা হলে স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র মিলার বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতির ওপরে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখবো। আমি বলবো, গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই।’
তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশ সরকারকে আহবান জানাচ্ছি, সহিংসতার যেকোনো ঘটনা বিশদভাবে, স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করতে। যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
শামীম ওসমানের সঙ্গে বাকবিতণ্ডার সূত্রে বিএনপি নেতার বাড়িতে হামলার বিষয়ে ম্যাথিউ মিলার প্রশ্নকারী সাংবাদিককে বলেন, ‘আমি আবারও বলছি, যে ধরনের হামলার কথা বলেছেন, গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় এর কোনো জায়গা নেই।’
এর আগে ব্রিফিংয়ে উপস্থিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিংকেন স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা ও রাষ্ট্রদূতদের অনুমোদনে সিনেট কর্তৃক দীর্ঘসূত্রিতা অবসানের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন এবং পাসপোর্ট ও ভিসা জটিলতা অবসানে তার প্রশাসনের অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরেন।









