ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদি হত্যা মামলায় ৩ জন আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্রপক্ষ।
মামলার চার্জশিটের গ্রহণযোগ্যতার বিষয়ে আগামী ১৫ই জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
শহিদ ওসমান হাদি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য তিন আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র আইনজীবী আব্দুস সোবহান তরফদার, ব্যরিস্টার এস এম মইনুল করিম, সহকারী এটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুলকে নিয়োগ দিয়েছেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।
সোমবার সকালে মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, শান্তা আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন। মামলার বাদী আব্দুল্লাহ আল জাবের আদালতের কাছে এ মামলায় নিয়োগপ্রাপ্ত আইনজীবীদের আবেদনের সঙ্গে সম্মতি জানান।
শুনানি শেষে আইনজীবীরা জানান, মামলার চার্জশিট নিয়ে আরও পর্যবেক্ষণ প্রয়োজন।
ওসমান হাদি হত্যা মামলায় এখন পর্যন্ত গ্রেফতার ১৭ জনের মধ্যে ৯ জন জবানবন্দি দিয়েছেন।









