পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। শুধু ম্যাচ জয় নয়, এরমধ্যে দিয়ে পাকিস্তানের মাটিতেই তাদের ‘বাংলাওয়াশ’ করে ছাড়ল দেশের ক্রিকেটাররা। ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতল টিম টাইগার্স। দলের এমন জয়ে স্বভাবতই উল্লসিত দেশের ক্রিকেটপ্রেমী জনতা।
টেস্টে পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’-এর মাহেন্দ্রক্ষণের এই মুহূর্তে উচ্ছ্বাসে ভাসলো দেশের তারকাশিল্পীরাও। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুভূতি ভাগ করে নিতে দেখা যাচ্ছে অনেক শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের-
ফজলুর রহমান বাবু, অভিনেতা
শিহাব শাহীন, নির্মাতা
শাহনাজ খুশি, অভিনেত্রী
আরিফিন শুভ, অভিনেতা
রওনক হোসেন, অভিনেতা
বাঁধন, অভিনেত্রী
জাকিয়া বারী মম, অভিনেত্রী
বুবলী, চিত্রনায়িকা
মাবরুর রশিদ বান্নাহ, নির্মাতা
কাজল আরেফিন অমি, নির্মাতা
ইরফান সাজ্জাদ, অভিনেতা
জিয়াউল হক পলাশ, অভিনেতা
রবিউল ইসলাম জীবন, গীতিকার









