দেশের সব থেকে বড় পাইকারি কাপড়ের মার্কেট বলা হয় বঙ্গবাজারকে। ঈদকে কেন্দ্র করে রোজা শুরুর পর থেকেই ধীরে ধীরে জমে ওঠে এ মার্কেটের ব্যবসা। এ বছরও জমতে শুরু করেছিল বঙ্গবাজারের কেনাবেচা। কিন্তু হঠাৎ লাগা আগুন সব কেড়ে নিয়েছে ব্যবসায়ীদের।
ব্যবসায়ীরা বলছেন, ‘ঈদের স্বপ্ন পুড়ে ছাই’। সংবাদমাধ্যমের বদৌলতে শত শত ব্যবসায়ীর এমন আহাজারীর ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব। যা দেখে সাধারণ মানুষের পাশাপাশি মর্মাহত দেশের শোবিজ অঙ্গনের মানুষেরাও। ব্যবসায়ীদের প্রতি তারা জানাচ্ছেন সহানুভূতি। কেউ কেউ বলেছেন ব্যবসায়ীদের পক্ষে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথাও!
ওমর সানী, চিত্রনায়ক
তানভীন সুইটি, অভিনেত্রী
চঞ্চল চৌধুরী, অভিনেতা
শাহনাজ খুশী, অভিনেত্রী
মাসুদ হাসান উজ্জ্বল, নির্মাতা
খিজির হায়াত খান, নির্মাতা
জায়েদ খান, চিত্রনায়ক
সাইমন সাদিক, চিত্রনায়ক
সিয়াম আহমেদ, চিত্রনায়ক
কাজল আরেফিন অমি, নির্মাতা
ব্যান্ড শূন্য
রবিউল ইসলাম জীবন, গীতিকার
বেলাল খান, সংগীতশিল্পী
তাশরিফ খান, সংগীতশিল্পী







