এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ২ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জের শরীফ ড্রিম হলিডে পার্কে দিনজুড়ে মিলনমেলা আয়োজন করেছে। অনুষ্ঠানে অংশ নেবেন দেশের বিভিন্ন জেলা ও প্রবাস থেকে আসা সদস্যরা।
দিনটি শুরু হবে সকাল ৮টার স্বাগত, উপহার বিতরণ ও সকালের নাস্তার মাধ্যমে। সকাল ৯টা থেকে উদ্বোধনী অধিবেশন হবে, যেখানে জাতীয় পতাকা উত্তোলন, স্মরণপর্ব এবং ‘৮৬ থিম সং’ পরিবেশনা থাকবে। উদ্বোধন অধিবেশনে আয়োজক কমিটি, সমন্বয় কমিটি এবং বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা শুভেচ্ছা বক্তব্য দেবেন।
অনুষ্ঠানে এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ-এর বিভিন্ন অঞ্চল এবং দেশের বাইরের সদস্যদের শুভেচ্ছা বার্তা ও ভিডিও প্রদর্শন করা হবে। দুপুর ১২টা ৩০ মিনিট থেকে নামাজের বিরতি ও মধ্যাহ্নভোজের সময় নির্ধারণ করা হয়েছে।
দুপুর ২টার পর শুরু হবে সাংগঠনিক পর্ব। এ সময় স্মরণিকা মোড়ক উন্মোচন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, স্মৃতিচারণ এবং ‘প্রিয় ’৮৬ বন্ধুর সাথে জুম আড্ডা’ শীর্ষক আয়োজন করা হবে।
বিকেল ৪টায় সাংস্কৃতিক পর্ব শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। সন্ধ্যা ৬টায় বিকেলের নাস্তা এবং রাত ৮টা পর্যন্ত র্যাফেল ড্র হবে। রাত ৮টার পর পরিবেশন করা হবে রাতের খাবার। এরপর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।
এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ জানিয়েছে, এই মিলনমেলার মাধ্যমে তারা ব্যাচমেটদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করতে এবং স্মৃতিচারণের একটি আনন্দঘন পরিবেশ তৈরি করতে চায়।








